বেঙ্গালুরু, ৩০ ডিসেম্বর (হি.স.) : দুইটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত ছয়। গুরুতর আহত চার। রবিবার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি কর্ণাটকে গাদাগ জেলার আদাভি সোমাপুর গ্রামের কাছে ঘটেছে।
পুলিশের তরফে জানানো হয়েছে আদাভি সোমাপুর গ্রামের কাছে রিং রোডে এদিন ভোরে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। পরে উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের। আহতদের উদ্ধার করে একাধিক হাসপাতালে ভর্তি করানো হয়। গাড়ি দুইটি একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনকে শনাক্ত করা গিয়েছে। নিহতরা হলেন সিধু কোরিশেট্টি, মনোজকুমার কারাদিগুদ্দা আমরুথ, চেন্নাওয়াথ এবং আনন্দ বেতাগেরি। নিহতরা প্রত্যেকেই দারওয়াড জেলার হেব্বালি আগুশি গ্রামের বাসিন্দা। একটি বিয়ের বাড়িতে যাচ্ছিল তারা । তখন দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন পুলিশ আধিকারিকেরা।
2018-12-30