পোর্ট ব্লেয়ার, ২৯ ডিসেম্বর (হি.স.): নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার| আন্দামানের রস আইল্যান্ড, নীল আইল্যান্ড এবং হ্যাভলক আইল্যান্ডের নাম পরিবর্তন করা হবে| নাম পরিবর্তনের পর আন্দামানের রস আইল্যান্ড,নীল আইল্যান্ড এবং হ্যাভলক আইল্যান্ডের নাম রাখা হবে, যথাক্রমে নেতাজি সুভাষ চন্দ্র বসু আইল্যান্ড, শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ| ৩০ ডিসেম্বর, রবিবার পোর্ট ব্লেয়ারে বিশেষ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আনুষ্ঠানিকভাবে তখনই তিনটি দ্বীপের নতুন নাম ঘোষণা করা হবে| ১৯৪৩ সালে আজাদ হিন্দ সরকার গঠনের পর, ওই বছরের ৩০ ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি| জাতীয় পতাকা উত্তোলনের ৭৫ তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে ১৫০ মিটার উঁচু জাতীয় পতাকা উত্তোলন করতে পোর্ট ব্লেয়ারে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং|
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের তিনটি দ্বীপের নাম পরিবর্তন করা হবে| রস আইল্যান্ডের নাম হতে চলেছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আইল্যান্ড, নীল আইল্যান্ডের নাম হবে শহিদ দ্বীপ এবং হ্যাভলক আইল্যান্ডের নতুন নাম হতে চলেছে স্বরাজ দ্বীপ| আনুষ্ঠানিকভাবে ৩০ ডিসেম্বরের অনুষ্ঠানে তিনটি দ্বীপের নতুন নাম ঘোষণা করা হবে|এছাড়াও ওই দিন প্রকাশ করা হবে ৭৫ টাকার বিশেষ কয়েন|

