চণ্ডীগড় থেকে বৃন্দাবন যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, আম্বালায় দু’টি শিশু-সহ মৃত ৭

আম্বালা (হরিয়ানা), ২৯ ডিসেম্বর (হি.স.): চণ্ডীগড় থেকে উত্তর প্রদেশের বৃন্দাবন যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা| হরিয়ানার আম্বালায় দু’টি গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল বেপরোয়া একটি ট্রাক| ভয়াবহ দুর্ঘটনায় মৃতু্য হয়েছে দু’টি শিশু-সহ ৭ জনের| এছাড়াও আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন| শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে আম্বালার ড্রাইভ ইন-২২ রিসর্ট-এর কাছে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, কবিতা (৩৬), রঞ্জনা (১৮), আশা রানি (৪৬), হরশিতা (৯), পীযূষ (৫) এবং গাড়ির চালক সুরেশ (৪৫)| এছাড়াও গুরুতর আহত হয়েছেন পলক, সুনীতা এবং বেণুকা| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় প্রথমে তাঁকে আম্বালার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁদের চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দু’টি গাড়িতে চেপে চণ্ডীগড় থেকে উত্তর প্রদেশের বৃন্দাবন অভিমুখে যাচ্ছিলেন| শনিবার ভোরে অত্যধিক কুয়াশা থাকায় স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না| আম্বালার ড্রাইভ ইন-২২ রিসর্ট-এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া একটি ট্রাক ধাক্কা মারে দু’টি গাড়িতেই| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পেঁৗছয় পুলিশ| পরে অ্যাম্বুল্যান্সে করে গাড়ির চালক-সহ ১০ জনকে আম্বালার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, দু’টি-সহ ৭ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| বাকি ৩ জনের চিকিত্সা চলছে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে| কি কারণে ভয়াবহ এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণে সম্ভবত গাড়ি দু’টিকে দেখতে পারেননি ট্রাকের চালক| তাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি দু’টির পিছনে ধাক্কা মারে ট্রাকটি| মামলা রুজু করে ভয়াবহ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *