মুম্বইয়ের চেম্বুরে বহুতলে আগুন, মৃত পাঁচ প্রবীণ নাগরিক

মুম্বই, ২৮ ডিসেম্বর (হি.স.) : মুম্বইয়ের চেম্বুরে বহুতলে আগুন লেগে মৃত্যু হল পাঁচ প্রবীণ নাগরিকের। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে । সারগাম সোসাইটি নামে একটি আবাসনের ‘বি’ উইং থেকে আগুন ছড়িয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫টি ইঞ্জিন। পাশাপাশি আবাসনে আটকে পড়া বাসিন্দাদেরও বের করে আনার কাজ শুর হয়। আগুনে পুড়ে অনন্ত সাত জন প্রবীণ নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হলেও যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁদের। হাসপাতালে চিকিৎসা চলছে আরও একজনের।
তবে ঠিকে কি কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রান্নার গ্যাস ফাটার কারণেই আগুন লেগেছে। একই সঙ্গে আবাসনের আগুন নেভানোর ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবারই মুম্বইয়ের আরওএকটি জায়গায় আগুন লাগে। দমকল সূত্রে খবর, ডোঙ্গরি জেল রোডের ভিন্ডি বাজার এলাকায় আগুন লাগে। তবে কোনও হতাহতের খবর নেই। প্রসঙ্গত, গত কয়েক দিনের মধ্যে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড দেখেছে দেশের বাণিজ্যিক রাজধানী। গত সপ্তাহে হোটেল ট্রাইডেন্টের পাশের একটি শোরুমে আগুন লেগে যায়। এছাড়াও চলতি মাসের ১৭ তারিখ আগুনে পুড়ে যায় আন্ধেরির একটি হাসপাতাল। শিশু সহ কয়েকজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *