
প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেলের দাম কমার সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রোল-ডিজেলের দাম কমায় কিছুটা যেন স্বস্তির হাওয়া। জ্বালানি তেলের দর কমায় রীতিমতো স্বস্তিতে রয়েছেন আমজনতা। বিগত ১০ দিন ধরে কখনও জ্বালানি তেলের দাম বেড়েছে, কখনও কমেছে, আবার কখনও অপরিবর্তিত ছিল।