
প্রায় ৫০টি বই লিখেছিলেন বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ এবং কবি হামিদি কাশ্মীরি| ২০০৫ সালে গালিব পুরস্কার এবং সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন বিশিষ্ট লেখন হামিদি কাশ্মীরি| ২০১০ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছিল| বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাহিত্যিক হামিদি কাশ্মীরির প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য জগত্|