সুষ্ঠু নির্বাচন ও প্রার্থীদের নিরাপত্তার দাবিতে কমিশনের দ্বারস্থ সিপিআইএম

আগরতলা, ২৫ ডিসেম্বর, (হি.স.) : রাজ্যে গণতন্ত্র নেই বলে আবার অভিযোগ করেছে সিপিআইএম। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও অভিযোগ তুলেছে পার্টি।
সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর বলেন, আসন্ন পুর উপ-নির্বাচনে সব জায়গায় বামফ্রন্ট তাঁদের প্রার্থী দিতে পারেনি। বামফ্রন্টের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে পুর উপ-নির্বাচনের পরিবেশ নেই। তাঁদের মতে, রাজ্যে জঙ্গলরাজ চলছে।
তিনি বলেন, প্রার্থীরা প্রচারে বেরোতে পারছেন না। তাঁদের উপর আক্রমণ হচ্ছে। শুধু তা-ই নয়, তাঁদের বাড়িঘরেও হামলা হচ্ছে। প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সিপিআইএমের তরফ থেকে অভিযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজ্যে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং বামফ্রন্ট প্রার্থীদের নিরাপত্তা যাতে সুনিশ্চত করা হয় এই দাবিতে গতকাল নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছে সিপিআইএম পশ্চিম জেলা কমিটি। সিপিআইএমের পশ্চিম জেলা কমিটি রাজ্যে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে রাজ্য নির্বাচন কমিশন এবং পশ্চিম জেলার পুলিশ সুপারকে অবহিত করেছে৷
পবিত্র কর জানান, পুলিশের কাছে অভিযোগ করে কোনও কাজ হচ্ছে না। যাদের নামে পুলিশের কাছে অভিযোগ করা হচ্ছে তারা বেপরোয়াভাবেই ঘুরে বেড়াচ্ছে।