কলকাতা, ২৪ ডিসেম্বর (হি.স.): ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির তাণ্ডবে মৃতের সংখ্যা ক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা আইল্যান্ডের লামপাং ও জাভা প্রদেশের উপকূল এলাকায় ভয়াবহ সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১। জখম ৮৯০ জন। এছাড়াও ৩৫ জনের এখনও কোনও খোঁজ নেই। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির তাণ্ডবে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা, ‘ইন্দোনেশিয়ায় বিধ্বংসী সুনামির তাণ্ডবে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় মানুষকে যাঁরা হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। এই কঠিন সময়ে ইন্দোনেশিয়ার জনগণের প্রতি আমাদের প্রার্থনা।’
স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ন’টা নাগাদ সুনামি আছড়ে পড়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা আইল্যান্ডের লামপাং ও জাভা প্রদেশের উপকূল এলাকায়। সময় যত বেড়েছে ততই লাফিয়ে লাফিয়ে বেড়েছে হতাহতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮১। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবই সুনামির কারণ। ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে সুনামির প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। সুনামির তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লামপাং ও জাভা আইল্যান্ডের কারিটা এবং তানজুঙ লেসুং ট্যুরিস্ট ডেস্টিনশন। ভয়াল সুনামিতে ধুলিসাত্ হয়ে গিয়েছে শতাধিক বহুতল, ঘরবাড়ি। এখনও খোঁজ নেই ৩৫ জন্যে।