নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ পুর পরিষদ ও পুর নিগমের নির্র্বচনকে প্রহসনে পরিণত করার জন্য বিভিন্ন স্থানে হামলা হুজ্জতি সংগঠিত করতে শুরু করেছে শাসক দল বিজেপি৷ শনিবার সকালে রাজধানী আগরতলা শহর এলাকার গোর্র্খবস্তি এলাকার মণিপুরি বস্তিতে ৪নং ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী প্রচারে বের হলে তাদের উপর লাঠি ইটপাকেল নিয়ে হামলা চালায় বিজেপি সমর্থকরা৷ তাতে সিপিআইএমের সমর্থক পাঁচজন শুরুতর ভাবে আহত হয়েছেন৷ তাদেরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সিপিআইএম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে৷ ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সিপিআইএম৷ রাজ্যের পুর উপনির্র্বচনকে প্রহসনে পরিণত করার জন্য শাসক দল বিজেপি মরিয়া প্রচেষ্টা শুরু করেছে৷ আগরতলা পুর নিগমের ৪নং ওয়ার্ডের গোর্র্খ বস্তির মণিপুরি বস্তি এলাকায় শনিবার সকালে সিপিআইএম প্রার্থীর সমর্থনে প্রচার চলাকালে সিপিএম-এর সমর্থকদের ওপর ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়ে বিজেপি কর্মী সমর্থকরা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয়৷ ওই সময় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে শামিল হয়েছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ তাদের সামনেই এই হামলার ঘটনা সংগঠিত হয়৷ হামলায় সিপিআইএম এর পাঁচজন সমর্থক গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাদেরকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সিপিআইএম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে৷ ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সিপিআইএম৷ রাজ্যের পুর উপনির্র্বচনকে প্রহসনে পরিণত করার জন্য শাসক দল বিজেপি মরিয়া প্রচেষ্টা শুরু করেছে৷ আগরতলা পুর নিগমের ৪নং ওয়ার্ডের গোর্র্খ বস্তিরপ এলাকায় শনিবার সকালে সিপিআই প্রার্থীর সমর্থনে প্রচার চলাকালে সিপিএম-এর সমর্থকদের উপর ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দয়৷ তখন ঐ বিজেপি কর্মী সমর্থকার সিপিএমের প্রচারের ওপর হামলা চালায়৷ এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করতে সিপিআইণে পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর বলেন জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেরাজ্যে গণতন্ত্রের চিহ্ণ পর্যন্ত নেই৷ রাজ্যে বর্তমানে আইনের কোন শাসন নেই৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন থানার ওসিদের নিয়ে ১২ ঘণ্টা একটানা বৈঠক করার পরও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির হিন্দুমাত্র উন্নতি হয়নি৷
2018-12-23