অসম সীমান্ত পার হয়ে ত্রিপুরা পু‌লি‌শের জা‌লে হে‌রোইন-সহ তিন নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷অসম সীমান্ত পার হয়ে ত্রিপুরা প্র‌বে‌শ করে পু‌লিশের হা‌তে উদ্ধার হয়েছে লক্ষা‌ধিক টাকার নেশাদ্রব্য হে‌রোইন। এগুলির সঙ্গে আটক করা হয়েছে তিন পাচারকারীকে। বৃহস্পতিবার মধ্য রা‌তে অসমের পাথারকা‌ন্দি থানার চাঁদখিরা-কদমতলা ২০৮ নম্বর জাতীয় সড়ক দি‌য়ে ত্রিপুরায় প্র‌বে‌শের সময় বমাল তিনজনকে পাকড়াও করা হয়েছে।
জানা গেছে, গোপন সূ‌ত্রের তথ্যের ভি‌ত্তিতে কাঁঠালত‌লি পু‌লিশ ফাঁড়ি ত্রিপুরার ঝের‌ঝে‌রি এলাকার বিকল্প সড়‌কে নাকা চে‌কিং ব‌সি‌য়ে ওত পেঁ‌তে ব‌সে‌ছিল কদমতলা (ত্রিপুরা) পু‌লিশ ও গো‌য়েন্দা শাখার ক‌র্মীর। এক সম‌য় অসম থে‌কে ত্রিপুরাগা‌মী টিআর ০৫-০৩৭৬ নম্ব‌রের এক‌টি অল্টো কারকে পুলিশ ক‌র্মীরা আটক ক‌রে তাতে তালাশি চালিয়ে দুই প্যাকেটে ২৬ গ্রাম হেরোইন এবং ৩০০টি খালি কন্টেনার উদ্ধার করেন। এর সঙ্গে আটক করা হয় তিন নেশা কারবারি ভাগ্যপুর ধর্মনগর ভাগ্যপুরের জনৈক শংকর দাসে ছেলে মিণ্টু দাস (২২), দক্ষিণ হুরুয়ার কামেশ্বরের স্বপন দাসের ছেলে প্রসেনজিৎ মৎস্যদাস (২৭) এবং মনতলার জেলরোডের বাসিন্দা অরুণ নাথের ছেলে রিঙ্কু নাথ (২৬)-কে। এরা সকলেই ত্রিপুরার বাসিন্দা।
গোয়েন্দা পুলিশের ডিআইবিডি এসপি বিক্রমজিৎ শুক্লাদাস জানান, অসম-ত্রিপুরা রাজ্য সীমান্ত সড়ক কুকিতল-সাব্রুম ও কুকিতল-তারকপুর সড়ক দি‌য়ে প্রতিনিয়ত নেশা সামগ্রী পাচা‌রের খব‌র আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের নির্দেশে এই সীমান্ত সড়কগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। তাই সাফল্য আস‌ছে।
আজ শুক্রবার ড্রাগস স‌মেত ধৃত‌দের ধর্মনগর আদাল‌তে তোলা হ‌লে আদাল‌তের নি‌র্দে‌শে তা‌দের‌ জেল হাজ‌তে পাঠানো হয়েছে।