ঢাকা, ২১ ডিসেম্বর (হি.স.) : অধিনায়ক শাকিব আল হাসানের দুরন্ত পারফরম্যান্সে ভর করে টি-২০ সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ। ব্যাট হাতে ২৬ বলে ৪২ রানের পর বল হাতে পাঁচ উইকেট শিকার করেন তিনি। ঢাকায় সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের ৩৬ রানে পরাজিত করল টাইগাররা।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে টি-২০ ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের নজির গড়ল বাংলাদেশ। তামিম ইকবাল ১৫ রানে আউট হলেও দ্বিতীয় উইকেটে ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের ৬৮ রানের পার্টনারশিপ শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় টাইগারদের। লিটনের ৩৪ বলে ৬০ রানের দুরন্ত ইনিংসে যোগ্য সহযোগিতা করেন সৌম্য। ২২ বলে ৩২ রান করে আউট হন তিনি। এরপর ব্যক্তিগত এক রানে দ্রুত ফিরে যান মুশফিকুর রহিম। দশ রানের মধ্যে তিন উইকেট হারানোর পর বাংলাদেশ ইনিংসের হাল ধরেন অধিনায়ক শাকিব ও মাহমুদুল্লাহ। ২০ ওভারে বাংলাদেশকে পৌঁছে দেয় পাহাড়সম ২১১ রানে।
জবাবে ২১২ রান তাড়া করতে নেমে বড় পার্টনারশিপ গড়ে তুলতে ব্যর্থ হন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। বঙ্গ বোলিং ব্রিগেডের সামনে নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে তারা। সাই হোপের ১৯ বলে ৩৬, রোভমানের পাওয়েলের ৩৪ বলে ৫০, কেমো পলের ১৬ বলে ২৯ ক্যারিবিয়ান ইনিংসকে টানলেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেনি। বাংলাদেশের দুরন্ত বোলিং পারফর্ম্যান্সের সামনে চার বল বাকি থাকতেই ১৭৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ম্যাচের সেরা হন শাকিবই।