BRAKING NEWS

দ্বাদশ আইপিএল নিলাম: নিলামে তুলেও উনাদকটকে ফিরিয়ে নিল রাজস্থান, ব্রার্থওয়েট কলকাতায়, অবিক্রিত যুবরাজ

জয়পুর, ১৮ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার শুরু হল দ্বাদশ আইপিএল-র নিলাম৷ জয়পুরে দ্বাদশ আইপিএল নিলামের শুরু থেকে চলে নিলামের বিট৷ হাতুড়ির এক ঘায়েই ভাগ্য বদলে যায়, আর যেমনটা এদিন বদলে গেল জয়দেব উনাদকটের৷
শেষ মরশুমে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ১১.৫ কোটি দাম পেয়েছিলেন৷ প্রতাশ্যা মতো অবশ্য ফল দিতে পারেননি৷ ১৫ ম্যাচে পেয়েছিলেন মাত্র ১১ উইকেট৷ সুদ তো দূরস্ত এই পারফরম্যান্সে ১১.৫ কোটির আসলটুকু আসতে পারেনি৷ রাজস্থানের হয়ে শেষ মরশুমে সাফল্য না পাওয়ায় আইপিএল শেষে জয়দেব উনাদকটকে নিয়ে এমন টিপ্পনিতে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া৷ পরে ফ্র্যাঞ্চাইজিও তাঁকে ছেঁটে ফেলে৷ রিলিজ করে দেয় বাঁ-হাতি পেসারকে ফের পিঙ্ক সিটির নিলামে কিনল৷ তিনি ফের রাজস্থানে উনাদকট৷
উনাদকটকে রিটেন করলে স্বভাবতই শেষবারের অর্থমূল্যের চেয়ে আরও বেশিই অর্থ খরচ করতে হত৷ নিলামের আগে উনাদকটকে ফিরিয়ে দেওয়ায় রাজস্থানকে সেই পথে হাঁটতে হয়নি৷ আগের মূল্যের চেয়ে বেশ কিছুটা কম মূল্যেই গোলাপি শহরের নিলামে এবার তাঁকে দলে টেনে নিল রাজস্থান৷ শুরুতে দিল্লি, চেন্নাই, পঞ্জাবের সঙ্গে পাল্লা দিয়ে টক্কর চললেও শেষ পর্যন্ত ৮.৪ কোটি টাকা খরচ করে উনাদকটকে দলে নিল ‘ডবল আর’৷ প্রত্যাখান করেও ঘরে ডেকে নিয়ে এ যেন প্রায়শ্চিত্ত করল রাজস্থান৷
এখনও পর্যন্ত উনাদকট এই আইপিএলে যুগ্মভাবে সর্বোচ্চ দাম পেয়েছেন৷ উনাদকটের মত ৮.৪ কোটি মূল্য পেয়েছেন ভারতের এক অনামী মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকিংস ইলেভেন পঞ্জাবনিলামে নূন্যতম মূল্যের ৪২ গুণ বেশি টাকা পেয়েছেন বরুণ৷ দেশের জার্সিতে অভিষেকের আগেই আইপিএলে চমক দিতে চলেছেন অনামী স্পিনার৷ তিনি গেলেন কিংস ইলেভেন পঞ্জাবে৷
বরুণ ও উনাদকট এদিনে নিলামের অন্যতম সেরা চমক হলেও, তবে এদিন প্রাক্তন বিশ্বকাপার যুবরাজ সিংয়ের নিলামে কিনতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চচাইজি৷ ফলে অবিক্রিত থেকে গেছেন যুবরাজ সিং। তাঁর বেস প্রাইজ ছিল ১ কোটি। একইভাবে কোনও দল পাননি হাসিম আমলা, চেতেশ্বর পূজারা, অ্যাঞ্জেলো ম্যাথেউজ, শন মার্স, ডেল স্টেইন, উসমান খাওয়াজার মত তারকা ক্রিকেটাররাও।
কেকেআর-এর তালিকায় থাকলেও ৬.৬০ কোটিতে দিল্লিতে যাচ্ছেন কলিন ইনগ্রাম। ২ কোটিতে লাসিথ মালিঙ্গাকে ফের কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। আবার শিবম দুবেকে ২০ লাখের বেস প্রাইজ থেকে ৫ কোটিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।
বাংলার ক্রিকেটারদের মধ্যে ৪.৮০ কোটিতে মহম্মদ সামিকে নিয়েছে কিংস ইলেভন পঞ্জাব। গত মরশুমে ৫ কোটিতে কেনার পর এবার নিলামের আগে ঋদ্ধিমানকে ছেড়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। উইকেটকিপার ব্যাটসম্যানকে ফের ১.২০ কোটিতে কিনেছে হায়দরাবাদ। কোনও দল পাননি মনোজ তিওয়ারি ও বাংলার পেসার ঈশান পোড়েল।
এদিকে এদিনে ২০১৬ টি-২০ বিশ্বকাপের নায়ক কার্লোস ব্রার্থওয়েটকে ৫ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স৷ ৭৫ লক্ষ টাকায় নুন্যতম দামে নিলাম শুরু হয়েছিল বছর তিরিশের ক্যারিবিয়ান অল-রাউন্ডারের৷ প্রথমে দর হেঁকেছিল কেকেআর৷ কিন্তু ব্রার্থওয়েটকে নিতে আগ্রহ দেখায় প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাবও৷ দুই ফ্র্যাঞ্চচাইজির কেউ হার মানতে চাইনি৷ ফলে ৭৫ লক্ষ টাকা থেকে পাঁচ কোটিতে বিক্রি হলেন ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপের নায়ক৷ এছাড়া ৫ কোটি টাকায় অক্ষর প্যাটেলকে নিল দিল্লি ক্যাপিটল৷একই টাকায় মোহিত শর্মাকে কিনল চেন্নাই সুপার কিংস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *