ইসলামাবাদ, ১৮ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় নাগরিককে মুক্তি দিল পাকিস্তান৷ হামিদ আনসারি নামে ওই ভারতীয় পাকিস্তানের কোহাট সেন্ট্রাল জেলে বন্দি ছিল৷ গত ১৫ ডিসেম্বর তাঁর কারাবাসের মেয়াদ শেষ হয়েছে৷ এরপর সোমবার তাঁকে মুক্তি দেয় পাক প্রশাসন৷ জানা গিয়েছে, মঙ্গলবার ওয়াঘা সীমান্ত থেকে দেশে ফিরবেন তিনি৷
৩৩ বছরের আনসারি মুম্বইয়ের বাসিন্দা৷ অনলাইনে আলাপ হওয়া এক মহিলার সঙ্গে দেখা করতে পাকিস্তান যান তিনি৷ আফগানিস্তান থেকে পাকিস্তানে ঢোকার সময় তাঁকে গ্রেফতার করে সেদেশের পুলিশ৷
পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফইজল আনসারির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছিল৷ জানান, হামিদ আনসারি একজন ভারতীয় চর৷ আফগানিস্তান থেকে অবৈধ ভাবে পাকিস্তানে প্রবেশের সময় ধরা পড়ে৷ তাঁর বিরুদ্ধে নথি জাল ও অপরাধমূলক কাজে জড়িত থাকারও অভিযোগ আনে পাকিস্তান৷ এদিন বিবৃতি দিয়ে একই কথা জানায় বিদেশমন্ত্রকের মুখপাত্র৷ সেই সঙ্গে জানায় মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আনসারিকে মুক্তি দেওয়া হল৷
ভুয়ো পাকিস্তানি পরিচয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ২০১২ সালে ডিসেম্বর মাসে পাকিস্তানের সেনা আদালত হামিদ আনসারির ছ’বছরের সাজা শোনায়৷ তাঁকে রাখা হয় খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার সেন্ট্রাল জেলে৷ ছ’বছর পর ১৫ ডিসেম্বর তাঁর সাজার মেয়াদ শেষ হয়৷ কিন্তু কোনও নথি তৈরি না হওয়ায় ভারতে তাঁকে ফেরত পাঠানো যায়নি৷ এদিকে জানা গিয়েছে, পাকিস্তানে জেলে বন্দি ১১ ভারতীয়৷ তাদের সাজার মেয়াদও শেষ হয়ে গিয়েছে৷ কিন্তু পাক জেল কর্তৃপক্ষ তাদের মুক্তি দিচ্ছে না৷