আন্ধেরির হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানি, হতাহতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর

মুম্বই, ১৮ ডিসেম্বর (হি.স.): মুম্বইয়ের আন্ধেরিতে ইএসআইসি কামগর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অকালেই প্রাণ হারিয়েছেন শিশু-সহ ৯ জন| ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত এবং আহতদের পরিবারপিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রম এবং কর্মসংস্থান সন্তোষ কুমার গ্যাংওয়ার| কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ঘোষণা করেছেন, ইএসআইসি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| পাশাপাশি গুরুতর আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে ২ লক্ষ টাকা এবং সামান্য আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা|
এদিকে, আন্ধেরির ইএসআইসি সরকারি হাসপাতালে ৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| বিয়োগান্তক এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| একইসঙ্গে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী| কিভাবে আগুন লাগল সরকারি হাসপাতালে, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| প্রসঙ্গত, সোমবার বিকেল চারটে নাগাদ পূর্ব আন্ধেরির মারোল এলাকায় অবস্থিত ইএসআইসি কামগর সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন লাগে| মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হাসপাতালে| আগুন আতঙ্কে ও প্রাণভয়ে হাসপাতাল ভবন থেকে লাফ দেন বেশ কয়েকজন রোগী| তাঁদের মধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও অনন্তপক্ষে ১৭৬ জন কমবেশি আহত হয়েছেন| দমকল সূত্রের খবর, ইএসআইসি হাসপাতালের নীচের তলায় সর্বপ্রথম আগুন লাগে| আগুন ধীরে ধীরে উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে| বাঁচার তাগিদে দোতলা, তিনতলা থেকে নীচে ঝাঁপ দেন রোগীরা|