BRAKING NEWS

উর্জিত প্যাটেলকে ইস্তফা দিতে বলেনি কেন্দ্র : অরুণ জেটলি

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : আরবিআই-র গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলকে ইস্তফা দিতে বলেনি কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এক আলোচনা সভায় বক্তব্য রাখতে এমনই জানালেন অরুণ জেটলি।
আরবিআই-র গভর্নরের পদ থেকে উর্জিত প্যাটেলের ইস্তফা নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে দাবি করতে থাকে কংগ্রেস। যদিও ইস্তফাপত্রে ব্যক্তিগত কারণে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন উর্জিত প্যাটেল। এদিন অরুণ জেটলি বলেন, আরবিআই-র ক্যাপিটেল রিজার্ভ থেকে একটি পয়সাও কেন্দ্রের দরকার নেই। আরবিআই-এর বোর্ড মিটিং সৌহার্দ্যপূর্ণ হয়েছিল। আরবিআই-র হাতে পর্যাপ্ত কত সংরক্ষিত পুঁজি রয়েছে তা ব্যাঙ্কের কাছে জানতে চাওয়া হয়েছিল। আরবিআই-র সঙ্গে কেন্দ্রের কিছু বিষয়ে মতপার্থক্য চলছিল একথা ঠিক। সরকার কখনও তাকে পদত্যাগ করার জন্য বলেনি। জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর আমলে তৎকালীন আরবিআই-এর গভর্নরদের কেন্দ্রের নির্দেশে ইস্তফা দিতে হত। প্রসঙ্গত, উর্জিত প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন শক্তিকান্ত দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *