পূর্ব থানায় আচমকা পরিদর্শন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের

আগরতলা, ১৬ ডিসেম্বর, (হি.স.) : রাজধানী আগরতলার পূর্ব থানায় আচমকা পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। থানায় কাজের ধরন এবং পরিচ্ছন্নতার অভাব দেখে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
জানা গিয়েছে, রবিবার সকালে এক ঝটিকা সফরে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব পূর্ব থানায় আচমকা গিয়ে হাজির হন। থানা পরিদর্শনে গিয়ে তিনি থানার পরিকাঠামো দেখার পাশাপাশি গোটা চত্বর ঘুরে দেখেছেন। থানায় কর্মরত সমস্ত পুলিশ অফিসার, কনস্টেবলদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। কর্মরতদের সুবিধা-অসুবিধেগুলো জানার চেষ্টা করেন। তাদের অসুবিধাগুলি বিস্তারিত শোনে সে সব সমাধানের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্ব থানা পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কথা বলেন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে।
কিন্তু এর পর থানার বিস্তর অব্যবস্থা, অপরিচ্ছন্নতা এবং কাজের ধরন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশ কর্মীদের সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত করা হবে বলে তাদের আশ্বাস দিয়েছেন। তবে কাজে সত্যনিষ্ঠা না থাকলে সরকার তা বরদাস্ত করবে না, তা-ও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *