আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে পালিত হল বিজয় দিবস

আগরতলা, ১৬ ডিসেম্বর, (হি.স.) : অন্য বছরের মতো এ বারও যথাযোগ্য মর্যাদায় আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে পালিত হয়েছে বাংলাদেশের ৪৮-তম মহান বিজয়দিবস। রবিবার সকাল ৯-টায় রাজধানীর কুঞ্জবনে সহকারী হাইকমিশন অফিস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা। এর পর বংলাদেশের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও প্রার্থনা করা হয়। মুসলিম ও হিন্দু ধর্মগুরুরা নিজ নিজ ধর্মীয় রীতিতে প্রার্থনা করেন।
এর পর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বার্তা পাঠ করা হয়। সব শেষে আলোচনা সভার মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান সমাপ্ত হয়।
এদিন প্রথম পর্বের অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন প্রথম সচিব মোহম্মদ জাকির হোসেন ভুইয়াঁ এবং দ্বিতীয় সচিব মোহম্মদ ইকবাল হোসেন, সহকারী হাইকমিশনের অন্যান্য কর্মচারী-সহ ত্রিপুরা রাজ্যের মুক্তি যোদ্ধা এবং সমাজের বিভিন্ন স্তরের লোকজন।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যায়। সহকারী হাইকমিশন প্রাঙ্গণে রঙিন আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের সূচনা হয়। এর পর ভারত এবং বাংলাদেশের শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান।