চন্ডীগড়, ১৪ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার প্রবল শীতের প্রকোপ বাড়ল পঞ্জাব ও হরিয়ানায়। দু’টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে বাথিন্দায়। বাথিন্দার সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল এবং দু-রাজ্যের রাজধানী চন্ডীগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন এলাকায় ঘন কুয়াশায় হ্রাস পেয়েছে দৃশ্যমানতাও।
আবহাওয়া দফতর সূত্রের খবর, পঞ্জাবের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বেড়েছে। হালওয়াড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস, গুরদাসপুরে তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস, পাঠানকোটে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস, আদমপুরে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস, অমৃতসরে ৫.৩ ডিগ্রি সেলসিয়াস, লুধিয়ানায় ৭.৬ ডিগ্রি এবং পাতিয়ালায় বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, হারিয়ানাতেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমেছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, হরিয়ানার হিসার এবং কারনালে বর্তমান তাপমাত্রা যথাক্রমে ৬.৫ ডিগ্রি এবং ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এছাড়াও, অম্বালায় সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, নারনাউলে ৬.৫ ডিগ্রি এবং রোহটাকের তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা হ্রাস করেছে ঘন কুয়াশা। আবহাওয়া দফতরের এক আধিকারিক কথায়, লুধিয়ানা, হিসার এবং ভিওয়ানিতে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক।


