নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ পাচ রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর খেকেই বিরোধীদের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে৷ কংগ্রেস ও সিপিএম এই অভিযোগ একসাথে তুলেছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা এবং প্রেস বিবৃত্তিতে সিপিএম এই অভিযোগ তুলে রাজ্য সরকার এবং বিজেপির কড়া নিন্দা জানিয়েছে৷
এদিন পিসিসি সভাপতি বলেন, পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর থেকেই বিরোধীরা এ রাজ্যে আরো বেশি আক্রান্ত হচ্ছেন৷ বিভিন্ন জায়গায় কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে৷ কংগ্রেস কর্মীদের মারধোর করা হয়েছে৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের সামনেই এই ধরনের ঘটনাগুলি ঘটছে৷ সারা রাজ্যে বিজেপি কর্মীদের সন্ত্রাসে বিরোধীরা ভিতসন্ত্রস্ত্র হয়ে পড়েছেন৷ বীরজিৎ বাবুর কথায়, বিরোধীরা আক্রান্ত হলেও পুলিশ কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করছে৷ তিনি এই পরিস্থিতির জন্য সরাসরি বিজেপিকে এবং রাজ্য সরকারকে নিশানা করেছেন৷ পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমত পালন করতে না পারার জন্য রাজ্য সরকার ও বিজেপিকে তিনি দায়ি করেছেন৷ তাঁর দাবি, এই অস্থির পরিস্থিতি স্বাভাবিক করে তোলা হোক৷ রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা হোক৷ যেখানে শাসক-বিরোধী উভয়ের সমান অধিকার প্রতিষ্ঠা পাবে৷ বীরজিৎবাবু হুশিয়ারি দিয়েছেন, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রদেশ কংগ্রেস তা মুখ বুজে সহ্য করবে না৷ প্লাটা প্রতিরোধ গড়ে তুলতে পিছপা হবে না প্রদেশে কংগ্রেস, জোড় গলায় দাবি করেন তিনি৷
এদিকে, সিপিএম এক বিবৃতিতে জানিয়েছে, গত ১১ ডিসেম্বর পাচ রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে দলীয় কর্মীদের উপর আক্রমণ চালানো হচ্ছে৷ সদর মলয়নগরে সিপিএম অফিসে বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছে৷ শুধু তাই নয়, ডুকলির মশেহ খলায় সিপিএম লোক্যাল কমিটির সদস্যা স্বপ্ণা ভৌমিকের বাড়িতে ইট-পাটকেল ছুড়া হয়েছে৷ সিপিএমের অভিযোগ, গত দুই দিনে শান্তিরবাজার মহকুমায় তিনজন দলীয় কর্মীকে বিজেপি কর্মীরা মারধোর করেছেন৷ বিরোধীদের উপর ক্রমাগত আক্রমণ চালানো হলেও পুলিশ কোনও ভূমিকা নিচ্ছে না, এই অভিযোগ তুলে সিপিএম রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে৷ অবিলম্বে বিরোধীদের উপর আক্রমণ বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সিপিএম দাবি জানিয়েছে৷