BRAKING NEWS

শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন, শোকজ্ঞাপন করে দিনের মতো মুলতুবি

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): অবশেষে শুরু হল সংসদের শীতকালীন অধিবেশন| ১১ ডিসেম্বর, মঙ্গলবার থেকে শুরু হওয়া শীতকালীন অধিবেশন চলবে ২০১৯ সালের ৮ জানুয়ারি পর্যন্ত| মঙ্গলবার শীতকালীন অধিবেশনের প্রথম দিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার এবং তিনজন প্রয়াত সাংসদের (ভোলা সিং, এম আই শানাভাস এবং আসারুল হক) প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের পর দিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন| মঙ্গলবার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন| এরপর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার এবং আরও তিনজন সাংসদের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়| অটলবিহারী বাজপেয়ী, সোমনাথ চট্টোপাধ্যায়, অনন্ত কুমার, ভোলা সিং, এম আই শানাভাস এবং আসারুল হকের আত্মার শান্তি কামনা করে মৌন ব্রত করা হয়| এরপরই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন| এদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সহ অন্যান্যদের শ্রদ্ধা জানান লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন|

এদিন শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে বিরোধীদের সাংসদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দল নয়, জনস্বার্থে সময় কাটাবেন আইন প্রণেতারা| জনস্বার্থমূলক সব বিষয়ে এই অধিবেশনে আলোচনায় সরকার রাজি বলেও জানিয়েছেন তিনি| প্রধানমন্ত্রীর কথায়, ‘এই অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ| জনস্বার্থের কথা মাথায় রেখে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে| আমার বিশ্বাস, সংসদের প্রতিটি সদস্য এই ভাবনাকে শ্রদ্ধা জানাবেন| সমস্ত বিষয় নিয়ে যাতে আলোচনা হয়, এটাই হবে আমাদের প্রচেষ্টা| মতবিরোধ থাকতে পারে, তবে আলোচনাটা হওয়া উচিত|’ শীতকালীন অধিবেশন ঠিকমতো চলতে দেওয়ার জন্য বিরোধীদের সাহায্য চেয়েছেন প্রধানমন্ত্রী| কিন্তু, একাধিক বিষয়ে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *