পৃথক স্থানে যান দূর্ঘটনায় হত দুই গুরুতর আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর/ তেলিয়ামুড়া/ চড়িলাম, ১০ ডিসেম্বর৷৷ লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারালেন এক ব্যক্তি৷ নিহত ব্যক্তিকে নির্মল সান্ডু জৈন বলে শনাক্ত করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ধর্মনগর অফিসটিলা এলাকায়৷ জানা গেছে, সোমবার সকালের ধর্মনগর অফিসটিলায় দ্রুতগামী একটি ট্রাক নির্মল সান্ডু জৈনকে ধাক্কা মারে৷ ট্রাকের ধাক্কার সাথে সাথে মাটিতে পড়ে যান তিনি৷ গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেঝন৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ৷ পুলিশ মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রেখেছেন৷ এদিকে ট্রাকের চালক পলাতক বলে জানা গেছে৷ ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
ডাল বোঝাই একটি ট্রাক৷ দুর্ঘটনায় আহত হয়েছন ট্রাক চালক খোকন দে এবং সহ চালক৷ রবিবার রাতে বড়মুড়ায় বনকুমারী এলাকায় এই দুর্ঘটনায় জানা বর্তমানে দুজনেরই শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে৷ বড়মুড়ার বনকুমারী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল ডাল বোঝাই একটি ট্রাক৷ রবিবার গভীর রাতে গুয়াহাটি থেকে আগরতলা আসার পথে এই দুর্ঘটনা ঘটে৷ আহত ট্রাক চালক এবং সহ চালককে ঘটনার পর উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ বর্তমানে আহত চালক এবং সহ চালকের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে৷ আহত চালকের বাড়ি কোণাবন এলাকায়৷
ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার রাতে এনএল০১কে৬৫৩৫ নম্বরের ট্রাকটি বড়মুড়ার বনকুমারী এলাকায় রাস্তার পাশে উল্টে যায়৷ প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ি চালক মদমত্ত অবস্থায় ছিল৷ যার দরুণ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হয়েছেন৷ এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌছিয়ে দেয়৷ এদিকে, সোমবার বিকালে ফের যান সন্ত্রাসের বলি এক তরতাজা যুবক৷ আহত হয়েছেন তিনজন৷ বিশ্রামগঞ্জস্থিত ডনবস্কো সুকলের সন্নিকটে জাতীয় সড়কের উপর টিআর০১এফ ০৪৯১ নম্বরের অল্টু এবং টিআর০১ জে ১৯১২ নম্বরের লরির মুখোঙ্গমুখি সংঘর্ষে ধুমড়ে মুচড়ে যায় বিশ্রামগঞ্জ মুখী অল্টু৷ লরির যদিও বেশি কিছু হয়নি৷ অল্টুতে থাকা চারজনের মধ্যে চালক কিশোর দেবনাথ (৩৪) জিবি নেওয়ার পথে প্রাণ হারায়৷ চালকের ভাই মিঠুন দেবনাথ গুগরুতর জখম হয়৷ তাদের বাড়ি বিশালগড় উত্তর ব্রজপুর এলাকায়৷ আর অন্য দুজন বহির্রাজ্যের বিহারের৷ তাদের নাম করন যাদব এবং প্রণব যাদব৷ পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিশ্রামগঞ্জস্থিত ফায়ার স্টেশনের কর্মীরাও যথা সময়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহলী দেববর্মা তাদের অবস্থা সংকটজনক দেখে জিবিতে রেফার করে দেয়৷ রাস্টায় অল্টো চালক তথা কিশোরের প্রাণ চলে যায়৷ ঘটনাস্থল থেকে প্রায় পঁচিশ মিনিট সময় লাগে চালককে গাড়ি থেকে বের করতে৷ ধুমরে মুচড়ে গাড়িতে আটকে পড়ে চালক৷ গাড়ি দুটো উদ্ধার করে থানায় আনা হয়েছ৷ একটি দুর্ঘটনার মামলা রুজু করা হয়েছে৷