নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধর্মনগর রাজবাড়ি এলাকায়। সোমবার সকালে ধর্মনগর রাজবাড়ি এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও পুলিশ । জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছেদমকল বাহিনীর কর্মীরা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে | সেখান থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য ঠিয়েছে পুলিশ । অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু নিয়ে পুলিশ এখনও পর্যন্ত কিছু জানাতে পারেনি। কি কারণে ব্যক্তির মৃত্যু হল সেই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ কিছু জানায়নি। তবে পুলিশ এই ঘটনার একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছ।
2018-12-11