গাজিয়াবাদ, ৯ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় রবিবার ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করল জিআরপি পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি মহিলাদের ব্যাগ উদ্ধার হয়েছে যার মধ্যে ছিল একটি আইডি কার্ড, ইউকো ব্যাঙ্কের এটিএম কার্ড, নগদ ৫০০০ টাকা এবং কস্টিমিক।
জিআরপি স্টেশন ইন্সপেক্টর বিনয় শর্মা জানান, দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে । দিল্লির বাসিন্দা ইরফান ও মসুরি থানার নাহল গ্রামের বাসিন্দা সন্নু ওরফে চাঁদ ।এরা প্রায় চলন্ত ট্রেনে ছিনতাই করত। এর আগেও, ইরফান ও সান্নুকে চুরির অপরাধে জেলে পাঠানো হয়েছে। তিনি বলেন উদ্ধার হওয়া লেডিজ ব্যাগের সম্বন্ধে জিজ্ঞেস করায়, ধৃতরা জানিয়েছে ২৭ নভেম্বর দুজনে মিলে লখন্উগামী ডবল ডেকার এক্সপ্রেসে একটি মহিলার ব্যাগ ছিনতাই করে পালিয়ে্ যায়। এই ঘটনার সাথে আরও বড় কোনও চক্র জড়িয়ে আছে কিনা জানতে পুলিশ ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করছে।