জাগিরোড (অসম), ৯ ডিসেম্বর, (হি.স.) : মধ্য অসমের জাগিরোডে আত্মহত্যা করতে গিয়ে জনৈক মহিলা দুটি পা খোয়ালেন। জানা গেছে, রবিবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ জাগিরোডে ডাউন শিলঘাট চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যা করতে ঝাঁপ দিয়েছিলেন মহিলাটি। এতে তাঁর দু’পা কেটে গেছে। স্থানীয় জনতা তাঁকে উদ্ধার করে সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে ভরতি করেছেন।
আত্মহত্যার চেষ্টাকারী মহিলার পরিচয় পাওয়া যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে গেছে রেল ও সাধারণ পুলিশ। এ মুহূর্তে মহিলাটি সংজ্ঞাহীন। তাই তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছেন না পুলিশ অফিসাররা। মহিলার চিকিৎসা শুরু করেছেন ডাক্তাররা। পুলিশ অফিসার জানিয়েছেন, মহিলার সংজ্ঞা ফিরে এলে তাঁর পরিচয় পাওয়া যাবে। তাছাড়া কেন-ই বা তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন সে সম্পর্কেও তথ্য পাবে পুলিশ।

