নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : রবিবার রাজধানীর রামলীলা ময়দানে ধর্মসভায় যোগ দিতে দেশের বিভিন্নপ্রান্ত থেকে সাধু-সন্তরা এসেছেন৷ বিশ্ব হিন্দু পরিষদের জনৈক পদাধিকারী জানিয়েছেন, এদিন সকাল ১১ টা থেকে সভার কাজ শুরু করা হবে৷ বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্র সংগঠন মন্ত্রী করুণা প্রকাশ জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রামভক্তরা এই সভায় যোগ দিতে এসেছেন৷ এই ধর্মসভায় জুনা আখরার পীঠাধিশ্বর মহামন্ডলেশ্বর স্বামী অবধেশনন্দ গিরি জী মহারাজ, জগন্নাথ পীঠাধিশ্বর রমানন্দাচার্য, স্বামী হংসদেবাচার্য, গীতা মণীষী মহামন্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দ জী মহারাজ, বাৎসল্য গ্রাম সংস্থাপক দিদিমা স্বাধ্বী ক্ষত্রংভরা, রাস্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহ সুরেশ (ভাইয়া জী) যোশী, বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি ন্যায়মূর্তি বিষ্ণুসদাশিব কোকজে সহ অনেকে এই ধর্মসভায় উপস্থিত থেকে নিজেদের বক্তব্য পেশ করবেন৷
2018-12-09