নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যায় রামমন্দির নির্মাণের লক্ষ্যে রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিশাল ধর্মসভার কাজ শুরু হয়েছে।এদিন সকাল ১১ টায় প্রদীপ প্রজ্জ্বোলন ও শঙ্খ ধ্বনিতে সভার কাজের সূচনা করা হয়। পরে বৈদিক মন্ত্র উচ্চারণে সভার সূচনার পূর্ণতা পায়।
এদিন সকাল ১১ টার আগেই রামলীলা ময়দান পুরো ভরে যায়। এছাড়া রামলীলা ময়দানের দিকে আসা সাধু-সন্তদের ব়্যালি অযোধ্যায় রামমন্দির নির্মাণের সংকল্প নিয়ে এগিয়ে আসতে থাকে। রামভক্তদের উৎসাহ ও উদ্দীপনায় ধর্মসভার কাজ আরও এগিয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রামভক্তরা এই সভায় যোগ দিতে এসেছেন৷ এদিনের ধর্মসভায় জুনা আখরার পীঠাধিশ্বর মহামন্ডলেশ্বর স্বামী অবধেশনন্দ গিরি জী মহারাজ, জগন্নাথ পীঠাধিশ্বর রমানন্দাচার্য, স্বামী হংসদেবাচার্য, গীতা মণীষী মহামন্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দ জী মহারাজ, বাৎসল্য গ্রাম সংস্থাপক দিদিমা স্বাধ্বী ক্ষত্রংভরা, রাস্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহ সুরেশ (ভাইয়া জী) যোশী, বিশ্বহিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি ন্যায়মূর্তি বিষ্ণুসদাশিব কোকজে সহ অনেকে এই ধর্মসভায় উপস্থিত ছিলেন।