শ্রীনগর, ৯ ডিসেম্বর (হি.স.) : শনিবার রাতে শ্রীনগরের অদূরে মুজগন্ড এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জখম হলেন পাঁচ জওয়ান৷ পাঁচ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর৷ দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এছাড়া গুলির লড়াইয়ে আশেপাশের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে৷
স্থানীয় সূত্রের খবর, জখমদের মধ্যে একজন সেনা, একজন সিআরপিএফ জওয়ান ও তিনজন পুলিশ কর্মী৷ সেনার তরফে জানানো হয়েছে, আহতদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ অন্যদিকে স্থানীয়রা জানিয়েছেন, দু’পক্ষের লড়াই চলার সময় আশেপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷
শনিবার পুলিশের কাছে খবর আসে এই চত্ত্বরে জঙ্গিরা লুকিয়ে আছে৷ সেই খবরের সূত্র ধরে পুলিশ ও সেনার যৌথ বাহিনী তল্লাশি চালায়৷ ঘিরে ফেলা হয় গোটা এলাকা৷ এরপরই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা৷ এখনও অবধি কোনও জঙ্গির মারা যাওয়ার খবর মেলেনি৷