নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ আমরা চাই আগামী ২০২২ সালের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্যে পরিণত করতে৷ এজন্য চাই স্বচ্ছতা, পারদর্শিতা ও সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা৷ মডেল স্টেট তৈরির পেছনে ইঞ্জিনিয়ারদেরও বড় ভূমিকা রয়েছে৷ আদর্শবান ইঞ্জিনিয়ার হোন৷ অবসরের পরও লোকে আপনাদের মনে রাখবেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সন্ধ্যায় স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (ত্রিপুরা) সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই অভিমত ব্যক্ত করেন৷ প্রদীপ জ্বেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ত্রিপুরায় বহু ইঞ্জিনিয়ার রয়েছন৷ কিন্তু সকলের কথা মানুষ মনে রাখেন না৷ তাই ব্যক্তি বড় নয়৷ দায়িত্ব বড়৷ যে যেখানে আছেন দায়িত্ব নিয়ে কাজ করলে রাজ্য আপনা আপনিই এগিয়ে যাবে৷ মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির মেট্রোর কাজ করেছিলেন ইঞ্জিনিয়ার শ্রীধরনজী৷ তিনি সময়ের আগেই কাজ করে পৃথিবীকে দেখিয়ে দিয়েছিলেন ভারতও করতে পারে, কেবল জাপান বা ইউরোপের দেশগুলি নয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পর্বাঞ্চলের রাজ্যগুলিকে অষ্টলক্ষ্মী হিসাবে অভিহিত করেছেন৷ এই অঞ্চলের উন্নয়নের জন্য নিয়েছেন বিশেষ উদ্যোগ৷ এরাজ্যের উন্নয়নের জন্য রাজ্য সরকারকে ৮৫০ কোটি টাকা অগ্রিম দিয়েছে, যাতে কোনও কাজ না আটকায়৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার ত্রিপুরায় ২টি ১৫ তালা দালান নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যাতে একই স্থানে বিভিন্ন অফিস ও ব্যবসা কেন্দ্র থাকে৷ কেবল নির্মাণ কাজ নয়, রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৫টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ এরমধ্যে রেেয়ছ কৃষি উন্নয়ন, মহিলা নির্যাতন বন্ধ করা, মাফিয়ারাজ বন্ধ করা, নেশা বিরোধী রাজ্য গড়ে তোলা ও জলপথ নির্মাণ করা৷
তিনি বলেন,স আগামী ১৫ ডিসেম্বর কমলপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় খাদ্য নিগম কৃষকদের কাছ থেকে ১৭ টাকা ৫০ পরয়সা কেজি দলে ধান কেনার সূচনা করবে৷ তিনি আরও বলেন, আমরা চাই নেশামুক্ত সমাজ গড়ে তুলতে৷ বিগত সরকার নেশা দূর করতে যথার্থ পদক্ষেপ নেয়নি৷ একটা সমাজকে নেশা শেষ করে দেয়৷ তাই নেশামুক্ত সমাজ গড়ার প্রয়াস নেওয়া হয়েছে৷ এখন রাজ্যে পণ প্রথা, মহিলা নির্যাতন, গাঁজা চাষ, নেশা ট্যান্েবলেটের ব্যবসা অনেক হৃাস পাচ্ছে৷ তিনি বলেন, ধন, দৌলত, টাকা পয়সা কিচু থাকবে না, যদি আপনার সন্তান নেশাগ্রস্ত হয়৷ তাই রাজ্যের সার্বিক উনয়নে সকলে এগিয়ে আসুন৷ রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে চলতে চায়৷ আমাদের সবাইকে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে৷
অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেববর্মা, স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের অর্গ্যানাইজিং সেক্রেটারী ইঞ্জিনিয়ার বুলবুল চন্দ্র দাস৷ স্বাগত ভাষণ দেন স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিবেকানন্দ রায়৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিল্পী সুমন চট্টোপাধ্যায় প্লাস্টার অব প্যারিসে নির্মিত ভারতরত্ন স্যার এম বিশ্বেশ্বরাইয়ার আবক্ষমূর্তির আবরণ উন্মোচন করেন৷ তিনি সংস্থার স্মরণিকা নির্মাণ-এর আবরণ উন্মোচন করেন৷ অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে গীতমাল্য-র শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন৷ অনুষ্ঠানে প্রায় ১২০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন৷ এরপর আয়োজিত হয় বর্ণময় সাংসৃকতিক অনুষ্ঠান৷
2018-12-09

