স্ট্যামফোর্ড, ৯ ডিসেম্বর (হি.স.) : স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাঞ্চেস্টার সিটিকে ২-০ হারাল চেলসি৷ লিগে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল সিটি। এর আগে গত এপ্রিলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে ২-৩ গোলে হেরেছিল গুয়ার্দিওলার দল। আর অ্যাওয়ে ম্যাচে ১৪ ম্যাচ পর হারল তারা। কঁতের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন দাভিদ লুইস। শেষ পাঁচ ম্যাচে চেলসির এটি দ্বিতীয় জয়।
১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি৷ সমসংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল লিভারপুল৷ ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে টটেনহ্যাম৷ আর সমসংখ্যক ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ছ’ নম্বরে ম্যান ইউ৷
অন্য ম্যাচে জয়ে ফিরল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামকে ৪-১ গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরল ইউনাইটেড। ম্যাঞ্চেস্টার সিটির মাঠে হারের পর গত তিন ম্যাচ ড্র করেছিল ম্যান ইউ৷