আলিজা কাণ্ডে গ্রেফতার মৃতার স্বামী

আগরতলা, ৭ ডিসেম্বর, (হি.স.) : গৃহবধূ আলিজা মৃত্যুর ঘটনায় অভিযুক্ত স্বামী বেলাল মিয়াঁকে গ্রেফতার করে আদালতে সপোর্দ করেছে পুলিশ। আদালত ধৃত আলিজার স্বামীকে পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছে।
তবে এখন পর্যন্ত পুলিশ আলিজার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা না-খুন তা স্পষ্ট করে বলতে পারছে না। কারণ পুলিশের কাছে এখন পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট জমা পারেনি বলে জানা গেছে। পুলিশের ধারণা, হত্যা না হলেও আত্মহত্যায় প্ররোচনা ছিল বেলাল মিয়াঁর। আর এর উপর ভিত্তি করে ময়না তদন্তের রিপোর্ট ছাড়াই পুলিশ আলিজার পলাতক স্বামীকে গ্রেফতার করতে সমর্থ হল। পুলিশ ঘটনার বিষয়ে আলিজার স্বামীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, প্রায় ৭ বছর আগে কুমারঘাটের সোনাইছড়ি এলাকার বাসিন্দা সোয়াগ মিয়াঁর মেয়ে আলিজার সাথে শ্রীনাথপুরের বেলাল মিয়াঁর বিয়ে হয়েছিল। গত ২১ নভেম্বর আলিজার অস্বাভাবিক মৃত্যুর পর আলিজার বাবা ইরানি থানায় আলিজার স্বামী বেলাল মিয়াঁ এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন যে তারা তার মেয়েকে খুন করেছে।
আলিজার বাবা বলেন, খুনের পর তার মেয়েকে তারা ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। যাতে ঘটনাটি আত্মহত্যার রূপ নেয়। তবে এর পর বেলাল মিয়াঁ পালিয়ে গিয়েছিল।