BRAKING NEWS

ইসরোর মুকুটে নতুন পালকের সংযোজন, সফল-পরীক্ষামূলক উৎক্ষেপণ শক্তিশালী জিস্যাট-১১ স্যাটেলাইটের

বেঙ্গালুরু, ৫ ডিসেম্বর (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে আরও একটি নতুন পালকের সংযোজন| সফল-পরীক্ষামূলক উৎক্ষেপণ হল ইসরো-র অত্যন্ত শক্তিশালী জিস্যাট-১১ কমিউনিকেশন স্যাটেলাইট| ভারতের দূরবর্তী স্থানে অথবা প্রত্যন্ত অঞ্চলে যেখানে ব্রডব্যান্ড সার্ভিস পৌঁছতে পারে না, সেখানে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে সহযোগিতা করবে এই জিস্যাট-১১ স্যাটেলাইট| বুধবার সকালে ইসরো-র পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ভোররাত ২.০৭ মিনিট নাগাদ দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূল (ফরাসি টেরিটরি বরাবর), কোরো-র আরিয়ান লঞ্চ কমপ্লেক্স থেকে জিস্যাট-১১ স্যাটেলাইটটি সফল-পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে|
জিস্যাট-১১ কমিউনিকেশন স্যাটেলাইটের উৎক্ষেপণের পরই ইসরো-র চেয়ারম্যান কে সিভান জানিয়েছেন, ‘ভারতে নির্মিত সবচেয়ে ভারী, বৃহত্তম এবং অত্যন্ত শক্তিশালী স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হয়েছে|’ সবচেয়ে ভারী জিস্যাট-১১ স্যাটেলাইটের ওজন হল ৫,৮৫৪ কেজি| ভারতের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জিস্যাট-১১ স্যাটেলাইট| এছাড়াও স্যাটেলাইটটি নতুন প্রজন্মের জন্য একটি অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম সরবরাহ করবেন বলেও জানিয়েছেন ইসরো-র চেয়ারম্যান কে সিভান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *