চেন্নাই, ৫ ডিসেম্বর (হি.স.): আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হল দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে| আগামী দু’দিন, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে| বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুর উপকূলবর্তী বিভিন্ন জেলা-সহ পাশ্ববর্তী রাজ্য পুদুচেরিতেও| আবহাওয়া দফতরের জানানো হয়েছে, তামিলনাড়ুর উপকূল এবং প্রতিবেশী রাজ্য পুদুচেরিতে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে|
আগামী ৪৮ ঘন্টা তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হলেও, রাজ্যের অন্যত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে| বৃষ্টিতে ভিজবে রাজধানী চেন্নাইও| ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে প্রশাসনকে| ভারী বৃষ্টির আশঙ্কায় মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে|