শ্রীনগর, ৩ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর হাত ফসকে পালিয়ে গেল দু’জন সন্ত্রাসবাদী| শোপিয়ান জেলার ইমাম সাহাব এলাকার ঘটনা| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার ইমাম সাহাব এলাকায় লুকিয়ে রয়েছে বেশ
কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোররাত তিনটে নাগাদ ইমাম সাহাব এলাকায় চিরুনি তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী|
কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার ভোররাত তিনটে নাগাদ ইমাম সাহাব এলাকায় চিরুনি তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী|তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা এবং সন্ত্রাসবাদীদের বিক্ষিপ্ত গুলির লড়াই শুরু হয়| প্রথমে শোনা যায় দু’জন সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী| কিন্তু, পরে জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর হাত ফসকে পালিয়ে গিয়েছে দু’জন সন্ত্রাসবাদী| গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালানো সত্ত্বেও সন্ত্রাসবাদীদের কোনও খোঁজ পাওয়া যায়নি| এদিকে, তল্লাশি অভিযান চলাকালীন শোপিয়ান জেলাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়| পরে অভিযান সমাপ্ত হতেই ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হয়|

