বিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা গায়েব, ম্যানেজার সহ দু’জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর , ২ ডিসেম্বর৷৷ বিচারকরে অ্যাকাউন্ট থেকে টাকা হাপিজ করার ঘটনায় ব্যাঙ্ক মেনেজার এবং ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উদয়পুরে৷ সংবাদ সূত্রে জানা গেছে, ঐ বিচারকের নাম তনুশ্রী দেবনাথ৷ তিনি উদয়পুর কোর্টের সিভিল জজ ও ফাস্টক্লাস মেজিস্ট্রেট৷ অভিযোগমূলে জানা গেছে, প্রতারক মোবাইলে ওটিপি চেয়ে নিয়ে একদফায় টাকা তুলে নেয়৷ প্রতারকের খপ্পরে পড়েছেন টের পেয়ে তৎক্ষনাত ব্যাঙ্কে গিয়ে ওনার অ্যাকাউন্ট ব্লক করে দেন তিনি৷ অথচ তারপরেও দফায় দফায় তাঁর একই অ্যাকাউন্ট থেকে টাকা হওয়া হতে থাকে৷ বিচারক অভিযোগ করেন, ব্যাঙ্ক কর্মীর যোগাসাজশ না থাকলে কিভাবে অ্যাকাউন্ট বন্ধ থাকার পরও এক লক্ষ টাকা গায়েব হয়ে গেল? বাধ্য হয়ে আগরতলা পশ্চিম থানায় আরএমএসের এসবিআই শাখা সঞ্চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ শনিবার পুলিশ আইপিসি ৪০৯/৪২০ ও ১২০ ধারায় জালিয়াতির মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে৷ চাঞ্চল্যকর এই ঘটনায় ব্যাঙ্কে টাকা রাখার ক্ষেত্রে গ্রাহকের জমাকৃত টাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *