নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে রবিবার জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বভার গ্রহণ করলেন সুনীল অরোরা। শনিবার অবসর নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত। তিনি ওম প্রকাশ রাওয়াতের স্থলাভিষিক্ত হলেন।
আগামী ৭ ডিসেম্বর রাজস্থান ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। তার আগে এদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচন তাঁরই তত্ত্বাবধানেই আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। এছাড়াও জম্মু ও কাশ্মীর, ওডিশা, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, সিকিমের বিধানসভা নির্বাচন তাঁর তত্ত্বাবধানে আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। কয়েকদিন আগেই মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে সুনীল অরোরার নাম চূড়ান্ত করে কেন্দ্র। তাঁর নাম পাঠানো হয় রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি সম্মতি দেন। ১৯৮০ সালের রাজস্থান ব্যাচের এই আইএএস আধিকারিক এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের দায়িত্ব সামলেছেন। আমলা হিসেবে নিজের দীর্ঘ কর্মজীবনে অর্থ, বস্ত্র এবং যোজনা কমিশনের দায়িত্বভার সামলেছেন তিনি। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের যুগ্ম-সচিব হিসেবে কাজ করেছেন।
এর আগে রাজস্থানের ঢোলপুর, আলওয়ার, নাগাউর এবং যোধপুর জেলার প্রশাসনিক দায়িত্বভার সামলেছেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে ১৯৯৩ থেকে ১৯৯৮ ছিলেন। মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত ছিলেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল অরোরা জানিয়েছেন, অতিসতর্কতা সঙ্গে আমরা লোকসভা নির্বাচন আয়োজন করব। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উপর আমরা বিশেষ জোর দেব।