জিরানীয়ায় নগ্ণ সন্ত্রাস, মনোনয়ন জমা না দিয়েই পালিয়ে বাঁচলেন সিপিএম নেতারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ পুর ও নগরের উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ব্যাপক নগ্ণ সন্ত্রাস চলছে৷ জিরানীয়াতে পথ অবরোধ করে সিপিএম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি৷ গণহারে গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ শুধু তাই নয় সম্ভাব্য প্রার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে৷ অভিযোগ করা হয়েছে বিজেপি দলে আশ্রিত দুসৃকতিকারীরা এই ঘটনার সাথে জড়িত৷ কাঠগড়ায় তোলা হয়েছে আরক্ষা প্রশাসনের কর্মীদেরও৷ সিপিএম নেতৃত্বরা সেখান থেকে পালিয়ে যান৷
সংবাদে প্রকাশ, শনিবার সিপিএম প্রার্থীরা রানীরবাজার পুর পরিষদ ও জিরানীয়া নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন স্থানীয় মহকুমা শাসকের অফিসে৷ কিন্তু, মহকুমা শাসকের অফিসে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ৷ সিপিএম অভিযোগ করেছে বিজেপি আশ্রিত দুসৃকতিরা জিরানীয়ার বিনাপানীর সমানে জাতীয় সড়ক পুলিশের সামনেই অবরোধ করে৷ এরপর শুরু হয় বেপরোয়া নগ্ণ সন্ত্রাস৷ চারটি গাড়ি ভাঙচুর করে দুসৃকতিকারীরা৷ মনোননয়পত্রগুলি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়৷ এই সময় সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা উপস্থিত ছিলেন৷ দুসৃকতিকারীরা অশ্লীল ভাষায় গালিগালাজও করেছে৷ দুসৃকতিকারীদের তান্ডব চলতে থাকে পুলিশর সামনেই৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়৷ প্রায় শতাধিক দুসৃকতিকারী অবরোধ করে গাড়ী ভাঙচুর ও প্রার্থীদের মনোনয়ন পত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকরে৷ তাদের তান্ডবে শেষ পর্যন্ত সিপিএম প্রার্থীরা মনোনয়নপত্র জমা না দিয়ে সেখান থেকে ফিরে যায়৷ এদিকে, দুপুরে সিপিএম সদর বিভাগীয় কার্য্যালয়ে দলের পবিত্র কর, মানিক দে, রাধাচরণ দেববর্মা প্রমুখরা এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন যেখানে প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিতে পারছে না সেখানে র্যাজের গণতন্ত্র কোন পর্য্যায়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না৷ শুধুমাত্র মনোনয়নপত্র দাখিলে বাধা নয়, প্রকাশ্যে দুসৃকতিকারীরা প্রার্থীদের বাড়ি ঘরে গিয়ে তাদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাছে৷ অথচ দলীয় প্রার্থীদের নিরাপত্তা দিতে পুলিশের মহানির্দেশক সহ পুলিশ আধিকারীকদের কাছে আগাম জানানো হয়েছিল৷ নিরাপত্তা ব্যবস্থা করা হলেও নিরাপত্তা কর্মীরা এদিন ছিল সম্পূর্ণ নীরব দর্শক৷
এেিক, সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী জিরানীয়া মহকুমায় পার্টি নেতৃত্ব সহ প্রার্থীদের গাড়ি আক্রমণ, অন্যান্য স্থানে হামলা ও ভীতি প্রদর্শণের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে৷ রাজ্য নির্বাচন কমিশন এবং আরক্ষা কর্তৃপক্ষকে সুষ্ঠু, অবাধ ও ভয়মুক্ত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *