নাগোর, ৩০ নভেম্বর (হি.স.) : কংগ্রেস সরকার যতদিন দেশ শাসন করেছে ততদিন পাকিস্তান, বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ঘটেছে। আর ভোট ব্যাঙ্ক বাড়ানোর লোভে কংগ্রেস সরকার সেই অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে। শুক্রবার রাজস্থানের নাগোরে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে এভাবেই কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ |
শুক্রবার রাজস্থানের নাগোরে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে অসমে বেআইনি অনুপ্রবেশকারী ইস্যুতে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ | এদিন অমিত শাহ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কংগ্রেস সরকার যতদিন দেশ শাসন করেছে ততদিন পাকিস্তান, বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ঘটেছে। আর ভোট ব্যাঙ্ক বাড়ানোর লোভে কংগ্রেস সরকার সেই অনুপ্রবেশকে প্রশ্রয় দিয়েছে। আর সেই বেআইনি অনুপ্রবেশের জেরে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে শুরু করেছে। দেশের স্বার্থেই এদের উচ্ছেদ করে বিতাড়িত করতে হবে।’ তিনি বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কলকাতা থেকে কচ্ছ, এক একজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে তাড়ানো হবে। দ্বিতীয়বার মানুষ বিজেপিকেই নির্বাচিত করবেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফের গঠিত হবে সরকার। আর তখন বেআইনি অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে।