মৃতদেহ কবর দেওয়াকে ঘিরে দক্ষিণ জয়নগরে দুই পক্ষের মারধরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর৷৷ মৃতদেহ কবর দেওয়াকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরের কাছে দক্ষিণ জয়নগর এলকায় দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল সংখ্যায় নিরাপত্তা বাহিনী৷ টহল দেওয়া হচ্ছে এলাকায়৷ নজর রেখে চলেছেন পুলিশের পদস্থ অফিসাররা৷

সংবাদে প্রকাশ, দক্ষিণ জয়নগর এলাকায় একটি কবরখলা রয়েছে৷ এই কবলখলাটি বহু পুরনো৷ মুশলীম ধর্মের লোকদের কেউ মারা গেলেন সেখানে কবরস্থ করা হতো৷ ওই কবরখলার পাশেই দিলীপ দাস নামের এক ব্যক্তির বাড়ি৷ তিনি দাবি করেন, এই যে জমিতে কবরখলা সেটি তার নামে রেজিস্ট্রি করা আছে৷ তিনি ওই জমিতে কবর দিতে দেবেন না৷ এদিন, সকালে মুসলীম সম্প্রদায়ের এক মহিলার মৃত্যুর পর ওই জমিতে কবর দিতে গেলে দিলীপ দাস বাধা দেন৷ আর তাতেই বিপত্তি৷ মৃতার পরিবার ও আত্মীয়রা দাবি করেন বছরের পর বছর এই জমিতে কবর দেওয়া হচ্ছে৷ হঠাৎ করে কেন কবর দিতে দেওয়া হবে না৷ এনিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়৷ পরিস্থিতি একসময় উত্তপ্ত হয়ে উঠে৷ সেখানে পৌঁছে বিশ্ব হিন্দু পরিষদের কার্য্যকর্তারা৷ অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা নাকি সংখ্যালঘু অংশের জনগণকে মারধর করেছে৷

এদিকে, ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী এবং স্থানীয় এসডিপিও বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর নিয়ে ঘটনাস্থলে পৌঁছে৷ দিলীপ দাস জমির কাগজপত্র থেকে ত্রিপুরায় প্রবেশ করেছে প্রায় সত্তর লক্ষ টাকার ড্রাগস৷ তারা গাড়িটিকে প্রটেকশন দিয়ে ত্রিপুরায় প্রবেশের ব্যবস্থায় ছিল৷ এই খভরে পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্তাদের দৌড়ঝাপ শুরু হয়৷

মাঠে নামেন গোয়েন্দা দপ্তরের ডিএসপি সহ চুড়াইবাড়ি থানার পুলিশ অফিসাররা৷ তাদের তৎপরতায় পাতা জালে ধরা পড়ে আরও চার যুবক সহ প্রায় সত্তর লক্ষ টাকার ড্রাগস৷ এদের নাম শংকর সরকার, সৈকত দত্ত, লিটন ঘোষ এবং সুজিত দাস৷ তাদের কাছ থেকে ১২ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ৩৬ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ৷ বুধবার আমবাসা থেকে থেকে ধৃত তিন যুবক সহ চুড়াইবাড়ি থানায় ধৃত অন্য চারজনকে একই সঙ্গে আদালতে তোলা হলে পৃথকভাবে তাদের রিমান্ডে নেয় পুলিশ৷ তাদের মধ্যে ধৃত লিটন ঘোষ নামের যুবক বেশী ড্রাগসে বুঁদ হওয়ায় তাকে হাসপাতালে ভরতি করে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *