কিশোরীর হাত টেনে কুপ্রস্তাব দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৭ নভেম্বর৷৷ কিশোরীর হাত ধরে টান ও কুপ্রস্তাব দেওয়ায় এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুরের আর কে পুর থানার অধীন মহারানীর মালসাধু গ্রামে৷ নিহতের নাম দলিল মিয়া৷ বয়স ত্রিশ৷ বাড়ি দাতারাম৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

সংবাদে প্রকাশ, মালসাধু পাড়ায় ওএনজিসির খনন কাজ চলছে দীর্ঘদিন ধরে৷ সেখানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করেন৷ অন্যান্য শ্রমিকদের সাথে কাজ করতেন দলিল মিয়াও৷ কাজের সুবাধে সেখানকার এক কিশোরীর সাথে তার প্রণয়ের সম্পর্ক তৈরী হয়৷ যদিও এই প্রণয়ের সম্পর্ক নিয়ে সন্দেহ রয়েছে৷ হয়তো এক তরফা হতে পারে এই প্রণয়৷ মঙ্গলবার দুপুরে ঐ কিশোরী দলিলের কর্মস্থলে পৌঁছে৷ অভিযোগ দলিল মিয়া নাকি ঐ কিশোরীর হাত ধরে টান দেয় এবং কুপ্রস্তাব দিয়ে জঙ্গলে নিয়ে যাচ্ছিল৷ তখন ঐ কিশোরী চিৎকার চেচামেচি শুরু করে৷ তাতে আশেপাশের লোকজন ছুটে আসে এবং শ্রমিক দলিল মিয়াকে মারধর করে৷ পরিস্থিতি বেগতিক দেখে অন্যান্য শ্রমিকদের মধ্যে কয়েকজন মহারানী পুলিশ ফাঁড়িতে ছুটে যান এবং পুলিশকে বিষয়টি জানান৷

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ক্ষুব্ধ জনতা পুলিশের উপর তেড়ে আসে৷ পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় খবর দেওয়া হয় এসডিপিও হিমাদ্রী প্রসাদ দাসকে৷ তিনি বিশাল সংখ্যায় টিএসআর ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন৷ কোনওরকমে ক্ষুব্ধ জনতার হাত থেকে গুরুতর আহত অবস্থায় দলিল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল৷ হাসপাতালে যাওয়ার পথেই প্রাণ হারান দলিল মিয়া৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ আগামীকাল ময়নাতদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ তবে, খবর লেখা পর্যন্ত গ্রেপ্তারের কোন খবর নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *