রায়পুর, ২৬ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলায় কোবরা ব্যাটেলিয়নের জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম
হল একজন মাওবাদী| সোমবার সকাল ৭.১৫ মিনিট নাগাদ সুকমা জেলার এলমাগুড়া গ্রামের কাছে ঘন জঙ্গলে মাওবাদী এবং ২০৬ কোবরা ব্যাটেলিয়নের জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| বেশ কিছুক্ষণের গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছে একজন মাওবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সরঞ্জাম|
![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Encounter-300x300.jpg)
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার সকাল ৭.১৫ মিনিট নাগাদ সুকমা জেলার এলমাগুড়া গ্রামের কাছে ঘন জঙ্গলে মাওবাদী এবং ২০৬ কোবরা ব্যাটেলিয়নের জওয়ানদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা| যোগ্য জবাব ফিরিয়ে দেন কোবরা ব্যাটেলিয়নের জওয়ানরা, বেশ কিছুক্ষণের গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছে একজন মাওবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির সরঞ্জাম|