স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ ফের নির্যাতিতা হয়েছেন গৃহবধূ৷ অভিযোগ, শুক্রবার দুপুরে নিজের স্ত্রীকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তার স্বামী৷ ঘটনাটি ঘটেছে কৈলাসহরের নুরপুরে অবস্থিত কনকপুর এলাকায়৷ ঘটনার বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শুক্রবার দুপুরে স্বামী হুসেন আলি ঘরের দরজা বন্ধ করে তার স্ত্রী সরজান বিবির গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে৷ পত্নী সুরজান বিবির চিৎকারে আশপাশের লোজকন ছুটে এসে গৃহবধূকে ঊনকোটি জেলা হাসপাতালে ভরতি করান৷ ঊনকোটি জেলার হাসাপাতালের চিকিৎসকরা সুরজান বিবির দেহের ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *