![](https://jagarantripura.com/wp-content/uploads/2016/10/Encounter-300x300.jpg)
জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় (সেকিপোরা) লুকিয়ে রয়েছে বেশ ৫-৬ জন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোররাত থেকেই শালগুন্দ গ্রামে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৩ রাষ্ট্রীয় রাইফেলস এবং অনন্তনাগ স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা| পাল্টা গুলি চালান নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও| দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গুলি বিনিময় চলে| অবশেষে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় ৬ জন সন্ত্রাসবাদী| এনকাউন্টারে ৬ জন সন্ত্রাসবাদী খতম হওয়ার পরও, ওই এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে| আর কোনও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে| গোটা এলাকায় আপাতত ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে|
রাইজিং কাশ্মীর পত্রিকার সম্পাদক সুজাত বুখারি খুনে জড়িত ওয়ান্টেড জঙ্গি নিহত লস্কর-ই-তৈবা (এলইটি) কম্যান্ডার (এলইটি) আজাদ আহমেদ মালিক| গুলির লড়াই শেষে এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ| কাশ্মীর পুলিশ জানিয়েছে, বুখারি হত্যার পর সামনে আসে চার জঙ্গির নাম৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদের ছবিও প্রকাশ্যে আনা হয়৷ তাদেরই একজন ছিল মালিক৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মোটর সাইকেলে চেপে তিন জঙ্গি পালিয়ে যাচ্ছে৷ তাদের সকলের মুখ ঢাকা ছিল৷ চতুর্থ জঙ্গি মাথায় হেলমেট পড়েছিল৷
মালিক ছাড়াও সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িত অপর তিন জঙ্গি হল নাভিদ জাঠ, সজদ গুল ও মুজফফর আহমেদ৷ এদের মধ্যে নাভিদ জাঠকে পুলিশ গ্রেফতারও করেছিল৷ চলতি বছর ফেব্রুয়ারি মাসে শ্রীনগর সেন্ট্রাল জেলে বন্দি ছিল এই পাক জঙ্গি। তাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে হামলা চালায় জঙ্গিরা। তারা নাভিদের সঙ্গে থাকা দুই পুলিশকর্মীকে গুলি করে হত্যা করে৷