BRAKING NEWS

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি সরকার গঠিত হয়, মুফতির টুইটের প্রেক্ষিতে প্রশ্ন রাজ্যপালের

জম্মু, ২২ নভেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডার মধ্যেই রাজনৈতিক উত্তাপ অব্যাহত জম্মু ও কাশ্মীরে| বিধানসভা ভেঙে দেওয়ার পরও নিজ সিদ্ধান্তে অনড় রাজ্যপাল সত্যপাল মালিক| জম্মু ও কাশ্মীরে বিজেপিকে রুখতে আপাতত একমঞ্চে কংগ্রেস-পিডিপি-ন্যাশনাল কনফারেন্স| কিন্তু, কংগ্রেস-পিডিপি-ন্যাশনাল কনফারেন্স-এর হাত মেলানো বাজিমাত করার আগেই বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল সত্যপাল মালিক| বিধানসভা ভেঙে দেওয়ার পরও নিজ সিদ্ধান্তে অনড় রাজ্যপাল| বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার প্রথম দিন থেকেই বলে আসছি, আমি কোনও সরকারের পক্ষপাতি নই| আমি চাই নির্বাচন অনুষ্ঠিত হোক এবং নির্বাচিত সরকার রাজ্যে ক্ষমতায় আসুক|’ রাজ্যপালের দাবি, ‘বিগত ১৫ দিন ধরে আমার কাছে ঘোড়া কেনাবেঁচার অভিযোগ আসছে| হুমকিও দেওয়া হচ্ছে বিধায়কদের| মেহৱুবাজী নিজেই অভিযোগ করেছেন তাঁর দলের বিধায়কদেরও হুমকি দেওয়া হচ্ছে| অন্যান্য দলের তরফে জানানো হচ্ছে, টাকা বিতরণের পরিকল্পনা চলছে| এমনটা আমি কখনই হতে দিতে পারি না|’
মঙ্গলবার গোটা দিনের নাটকে মূল্য আলোচ্য বিষয় ছিল জম্মুতে রাজভবনের ফ্যাক্স মেশিন| মঙ্গলবার সন্ধ্যার পর জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি সরকার গঠনের চিঠি টুইটারে পোস্ট করে লেখেন, ‘চিঠিটা রাজভবনে পাঠানোর চেষ্টা করছি| অদ্ভূতভাবে ফ্যাক্স মেশিন কাজ করছে না| রাজ্যপালের সঙ্গেও ফোনেও যোগাযোগ করার চেষ্টা করছি|’ মেহবুবার ফ্যাক্স পাঠানো প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য, ‘ফ্যাক্স কোনও ইস্যুই নয়| বুধবার ঈদ ছিল, উভয়েই মুসলিম সম্প্রদায়ের| তাঁরা ভালোভাবেই জানেন, ওই দিন ছুটি থাকে| এমনকি আমার রাঁধুনিও ছুটিতে ছিলেন| ফ্যাক্স পেলেও আমার সিদ্ধান্ত একই থাকত|’ মেহৱুবার টুইটের প্রেক্ষিতে রাজ্যপাল আরও বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি সরকার গঠিত হয়? আমি টুইট করিও না, টুইট দেখিও না| বুধবার খুবই পবিত্র দিন ছিল, তাই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি| নির্বাচন কখন হবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে|’ আচমকা জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়ার প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)| পিডিপি-র হুঁশিয়ারির প্রেক্ষিতে রাজ্যপাল জানিয়েছেন, ‘তাঁরা আদালতের দ্বারস্থ কেন হবেন? বিগত পাঁচ মাস ধরে তাঁরা তো এমনটাই চাইছেন| আমি চাই তাঁরা আদালতের দ্বারস্থ হোক, এটা তাঁদের অধিকার|’
এদিকে, জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ| দিনভর রাজনৈতিক নাটকের শেষে, বুধবার আচমকাই জম্মু ও কাশ্মীর বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল সত্যপাল মালিক, এ প্রসঙ্গে বৃহস্পতিবার কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই| তিনি খুবই ভালো মানুষ| কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ হল এই যে, বিধানসভা যদি ভাঙতেই হয় তবে পিডিপি-র উপর থেকে সমর্থন তুলে নেওয়ার ৪-৫ মাসের মধ্যেই বিধানসভা ভেঙে ফেলতে পারতেন তাঁরা|’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলাম নবি আজাদ আরও বলেছেন, ‘বিগত ৪-৫ মাস ধরে বিজেপি তাঁদের নিজস্ব সরকার গড়তে চেয়েছিল, কিন্তু তাঁদের সংখ্যাগরিষ্ঠতা নেই| যখন তাঁরা দেখল জম্মু ও কাশ্মীরে অন্য সরকার গঠিত হতে পারে, তখনই বিজেপি বিধানসভা ভেঙে দিল|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *