আগুন-আতঙ্ক সেন্ট্রাল দিল্লির আইসিএআই বিল্ডিংয়ে, ক্ষতিগ্রস্ত স্টেশনারি সামগ্রী এবং ফার্ণিচার

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক সেন্ট্রাল দিল্লির আইটিও রোডে অবস্থিত ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া (আইসিএআই) বিল্ডিংয়ে| বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ আইসিএআই বিল্ডিংয়ের তৃতীয় তলায় ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন| ততক্ষণে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় বেশ কিছু স্টেশনারি সামগ্রী এবং ফার্ণিচার| যদিও, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীদের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| আইসিএআই বিল্ডিংয়ের তৃতীয় তলায় কি ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে|
দিল্লি দমকলের পদস্থ এক কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯.১০ মিনিট নাগাদ ফোন করে অবহিত করা হয় আইসিএআই বিল্ডিংয়ের তৃতীয় তলায় আগুন লেগেছে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের চারটি ইঞ্জিন| দমকল কর্মীরা আইসিএআই বিল্ডিংয়ে পৌঁছনোর পরই জোর তত্পরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দেন| দমকল কর্মীদের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় ৯.৩০ মিনিট নাগাদ আয়ত্তে এসেছে আগুন| দমকলের ওই কর্তা আরও জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, আগুনের লেলিহান শিখায় বেশ কিছু স্টেশনারি সামগ্রী এবং ফার্ণিচার পুড়ে গিয়েছে| দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *