যান সন্ত্রাসের বলি এক ছাত্র, আহত আরও এক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর৷৷ মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক সুকল ছাত্রের৷ আরও একজন গুরুতর আহত অবস্থায় আগরতলায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মুঙ্গিয়াকামী থানার অধীন ৩৯ মাইল এলাকায়৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, মুঙ্গিয়াকামী সুকলে অষ্টম শ্রেণীর ছাত্র দেবহাম রিয়াং এবং দশম শ্রেণীর ছাত্র রবি দেববর্মা বাইসাইকেলে করে রাস্তা দিয়ে যাচ্ছিল৷ ৩৯ মাইল এলাকায় টিআর-০৩-ই-১৮০৯ নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়ি বাইসাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে যায় দেবহাম রিয়া এবং রবি দেববর্মা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা৷ দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় হয়৷ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবহাম রিয়াংকে মৃত বলে ঘোষণা করেন৷ রবি দেববর্মাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ জানা গিয়েছে, রবিবার ওই দুই ছাত্র টাকা আনতে হোস্টেল েেক বাড়ীতে যাচ্ছিল৷ পথেই এই দুর্ঘটনাটি ঘটে৷ মুঙ্গিয়াকামী থানার পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে বুলেরো পিকআপ গাড়িটি আটক করেছে৷ ছাত্রের মৃত্যুতে সহপাঠী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *