![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/12/mary-kom-3-300x250.jpg)
৪৮ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগের প্রি-কোয়ার্টারে কাজাখাস্তানের আইজেরিম কাসেনায়েভাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেন মেরি৷ পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী মেরি শেষ আটে চিনের ন্যাশনাল চ্যাম্পিয়ন য়ু যু’র মুখোমুখি হবেন৷ পরে মেরি বলেন, ‘প্রত্যাশার চাপ টের পাচ্ছি৷ আমরা বিশ্বচ্যাম্পিয়নশিপ আয়োজন করছি বলে সবাই চায় নিজের দেশে আমি জিতি৷ তবে শুধু চাপ নয়, এমন বিপুল সমর্থন আমাদের লড়াইয়ে দ্বিগুন শক্তি জোগায়৷ এই সমর্থন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ৷’
মেরি জিতলেও বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ সরিতা দেবী৷ ২০০৬’এর চ্যাম্পিয়ন সরিতা লাইটওয়েট বিভাগের প্রি-কোয়ার্টারে সরিতা ২-৩ ব্যবধানে পরাস্ত হন আয়ারল্যান্ডের কেলি হ্যারিংটনের কাছে, যিনি ২০১৬ বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন৷ একা মেরি নন, বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আরও তিন জন ভারতীয় বক্সার৷ ৫৪ কেজি বিভাগে মণীষা মউন, ৬৯ কেজি বিভাগে লভলিনা ও ৮২ কেজি বিভাগে ভাগ্যবতী কাচারি নিজেদের প্রি-কোয়ার্টার ফাইনাল বাউট জিতেছেন৷