মুম্বই, ১৮ নভেম্বর (হি.স.) : বিয়ে করে রবিবার সকালে দেশে ফিরলেন দীপাকা-রণবীর। দুই বলিউড নক্ষত্রের জন্য মুম্বই বিমানবন্দরের দাঁড়িয়ে ছিলেন কয়েক হাজার মানুষ। বিমানবন্দর থেকে বেরিয়ে ভক্তদের দিকে হাত নাড়তে থাকে দীপিকা-রণবীর।
বিমানবন্দর থেকে বেরিয়ে রণবীর সিং-এর নতুন ফ্ল্যাটে গিয়ে ওঠেন দীপিকা। সেখানে ঘোরায়া অনুষ্ঠানের মাধ্যমে নববূধকে স্বাগত জানান রণবীরের পরিবারের লোকেরা। আগামী ২১শে নভেম্বর বেঙ্গালুরুতে হবে প্রথম রিসেপশন। ২৮ নভেম্বর হবে দ্বিতীয় রিসেপশন। দ্বিতীয় রিসেপশনটি হবে মুম্বইতে। এখানে উপস্থিত থাকবেন বলিউডের সমস্ত তারকারা। এদিন সাদা সালোয়ার ও লাল ওড়না পরেন দীপিকা অন্যদিকে সাদা পঞ্জাবির সঙ্গে লাল জ্যাকেট পরেন রণবীর।
উল্লেখনীয়, ১৪ নভেম্বর মনোরম উত্তর ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোরে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দীপিকা-রণবীর। প্রথমদিন কোঙ্কানি রীতিতে বিয়ে হলেও পরেরদিন সিন্ধ্রি রীতিতে বিয়ে হয়ে দুইজনের।