নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : সাধারণ মানুষদের স্বস্তি দিয়ে দেশজুড়ে ফের নিম্নমুখী পেট্রোল ও ডিজেলের দাম। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলেই ভারতে কমলো জ্বালানি তেলের দাম।রবিবাসরীয় সকালে রাজধানী দিল্লিতে পেট্রোল দাম লিটার প্রতি ২০ পয়সা কমে হয়েছে ৭৬
টাকা ৭১ পয়সা। পাশাপাশি ডিজেলের দাম লিটার প্রতি ১৮ পয়সা কমে হয়েছে ৭১ টাকা ৫৬ পয়সা। অন্যদিকে দেশের বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোল দাম লিটার প্রতি ২০ পয়সা কমে হয়েছে ৮২ টাকা ২৩ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ১৯ পয়সা কমে হয়েছে ৭৪ টাকা ৯৭ পয়সা।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2017/10/Petrol-Pump-300x169.jpg)
উল্লেখনীয়, সম্প্রতি ইরান থেকে তেল আমদানির উপর আটটি দেশ থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে আমেরিকা। ভারত, চিন, দক্ষিণ কোরিয়া, জাপান তুর্কি, ইতালি, সংযুক্ত আরব আমিরশাহি এবং তাইওয়ান। পাশাপাশি অক্টোবরের শুরুতে পেট্রোল ও ডিজেলের উপর দুই টাকা দাম কমিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।