BRAKING NEWS

বেকারত্ব বাড়ছে দেশে-কৃষকরা দুর্দশায়, শহরের নাম বদল নিয়ে বিজেপিকে খোঁচা হার্দিকের

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): গোটা দেশজুড়ে এখন নাম বদলের অভিনব ট্রেন্ড চলছে| এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ| ফৈজাবাদ হয়েছে অযোধ্যা| গুজরাটের আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী করার প্রস্তাবও সামনে আসছে| আর এই নাম বদলের অভিনব ট্রেন্ডকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্যাটেল আন্দোলনের অন্যতম নেতা হার্দিক প্যাটেল| হার্দিকের মতে, গোটা দেশে বেকারত্ব বেড়েই চলেছে, কৃষকরা যথেষ্ট চিন্তায়| আর তাঁরা (বিজেপি) শহরের নাম এবং মূর্তি তৈরিতেই ব্যস্ত|
সাংবাদিকদের মুখোমুখি হয়ে হার্দিক প্যাটেল বলেছেন, শহরের নাম পরিবর্তন করলেই, যদি দেশের উন্নতি হয়| তবে, আমার মতে ১২৫ কোটি দেশবাসীরই উচিত তাঁদের নাম ‘রাম’ রেখে দেওয়া| এরপরই বিজেপিকে খোঁচা দিয়ে হার্দিক প্যাটেল বলেছেন, দেশে বেকারত্ব বেড়েই চলেছে, কৃষকদের অবস্থা করুণ| আর তাঁরা শহরের নাম এবং মূর্তি তৈরিতেই ব্যস্ত| উল্লেখ্য, নাম বদলের ট্রেন্ড শুরু হয়েছে উত্তর প্রদেশের এলাহাবাদ থেকে| এলাহাবাদ ইতিমধ্যেই প্রয়াগরাজ হয়েছে| ফৈজাবাদ হয়েছে অযোধ্যা| গুজরাটের আহমেদাবাদের নাম বদলে কর্ণাবতী করার প্রস্তাবও সামনে আসছে| আবার তাজনগরী আগ্রা শহরের নাম আগ্রাভন করার দাবি উঠছে| এখানেই শেষ নয়, হায়দরাবাদের নাম পাল্টে ভাগ্যনগর করার দাবি জানিয়েছেন এক বিজেপি নেতা| নাম বদলের তালিকায় রয়েছে উত্তর প্রদেশের মুজাফফরনগরও| মুজাফফরনগরের নাম পাল্টে লক্ষ্মীনগর করার দাবি জানিয়েছেন বিজেপি নেতা সঙ্গীত সোম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *