১২৯ তম জন্মবার্ষিকী পণ্ডিত জওহরলাল নেহরুর, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৮৮৯ সালের ১৪ নভেম্বর উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু| বুধবার ১২৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পণ্ডিত নেহরুকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ|

বুধবার টুইট করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘জন্মবার্ষিকীতে, আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে খুবই মনে পড়ছে|’ অন্যদিকে, আসিয়ান-ইন্দো এবং ইস্ট এশিয়া সামিট উপলক্ষ্যে এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সিঙ্গাপুর থেকেই পণ্ডিত জওহরলাল নেহরুকে জন্মজয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জন্মবার্ষিকীতে পণ্ডিত জওহরলাল নেহরুকে শ্রদ্ধাঞ্জলি| প্রধানমন্ত্রী হিসেবে তাঁর কার্যকালের সময়, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে|’রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছাড়াও জন্মবার্ষিকীতে পণ্ডিত নেহরুকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রমুখ|

উল্লেখ্য, পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনের পাশাপাশি ১৪ নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবেও পালন করা হয়| কেননা শিশুদের প্রতি জওহরলাল নেহরুর ভালোবাসা ছিল অসীম| প্রধানমন্ত্রী হওয়ার পর শিশু শিক্ষার উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন তিনি| তাই তাঁর জন্মদিনটিকেই শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে| সেই মত এদিন দেশের প্রথম প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গোটা দেশে সাড়ম্বরে পালিত হয়েছে শিশু দিবস|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *